করব কি তা ভাবতেছিলাম চুলকে মাথা মাঝরাতে
উঠলো হঠাৎ খুঁচিয়ে ব্যথা বাম বুকেরই পাঁজরাতে।
আঁতকে গেলাম! খেলাম খাবি,বিষম খেলাম যাচ্ছেতাই
মনের মাঝে উঠলো খেয়াল,এবার বুঝি অক্কা যাই!
কী যে করি,কোনদিকে যাই,বদ্দি বুঝি ডাকতে হয়
হঠাৎ করে টেঁসিয়ে যাওয়া,মোটেই ভালো কম্ম নয়।
হরবড়িয়ে পটল তোলা! ছিঃ ছিঃ লোকে বলবে কী!
মধ্যরাতে দুরুম ফটাস,মন্দ কপাল দেখতেছি।
হাউ মাউ কাউ লাফিয়ে উঠে,ধাক্কা দিলাম দরজাতে
সব বেটারাই ঘুমিয়ে কাদা, কী হবে গো আজরাতে?
মরব নাকি? অক্কা যাব?ঘামছে বদন ভাবনাতে
সগ্গে যাব!নরক বুঝি? আজকেই শেষ!এইরাতে!
ওলো টেঁপি, ওঠ নারে মা! বাপটি যে তোর যায় রে যায়
নাক ডাকাবি, আর কতো রে?লজ্জা শরম কিচ্চু নাই?
কর না পাখা;জল দে'না রে!আর তো বেশি সময় নেই
মরলে পরে নাচিস না হয়,তাক ধিনা ধিন-তা ধেই ধেই।
তোরা কি আর বুঝবি কী বল, অক্কা পাবার কষ্ট কী;
চোখ বুজলেই সব বেটারা,খুলবি উইল!খুঁজবি ঘী।
কার ভাগেতে পড়ল কত,করবি হিসেবে চুলচেরা
কদিন পরে আমার ফোটোয়,জুটবে নাকো ফুলছেঁড়া।
হায় রে আমার কপাল পোড়া, খেটেই মোলাম রাত্রিদিন
এখন দেখি লাভের খাতা, শুন্য ফাঁকা সঙ্গীহীন।
যেই না ভাবা অমনি হঠাৎ শুন্য থেকে টুপ করে,
কঠিন ভূমে সপাট পতন,হাত পা ছুঁড়ে ধুপ করে।
অবাক নয়ন!ভ্যাবাচেকা!কিছুই তবে কিছুই নয়!
স্বপ্নে ওঠা বুকের ব্যথা,এমন বুঝি সবার হয়!!