ফিচকে ফাজিল ইলচে ছোঁড়া
সকাল বিকেল ঘোরা ফেরা।
নাই ভয় ডর কোনো‌ কিছুই
নাই ভেদাভেদ উঁচু-নিচুর।
আপন পরে নাই ভেদাভেদ
সব হারিয়েও আছিস তো বেশ!
অং বং চং বকম বকম
যাস বলে ভুল হরেক রকম।
ভুল করেও তোর লজ্জা নাই?
জানিস নে তোর বিদ্যা নাই?
বিদ্যে যাদের আছে অনেক
সঙ্গে তাদের বসিস ক্ষণেক।
কেন রে তোর শান্তি নাই?
সদাই ছুটে চলা চাই!!
ধরলি কেমন লক্ষ্য এমন
মরু ঘোড়া ছুটছে যেমন।
তিড়িংবিড়িং ছুটেই চলিস
সদাই সত্যি কথাই বলিস।
একটুখানি মিথ্যা বল
সবার সাথে মানিয়ে চল।
ওই দেখো!! আবার পালায়।
কেমন ছেলে?কাজ কাম নাই!
আছে বুঝি তোর মাথার ব্যামো??
ও বাবা গো!! নমো নমো।
তোর কাছে তো থাকবো না
তোর কথা তো শুনবো না।
বুঝবোনাকো তোর ব্যাথা ভাই
আপন কাজে আমরা‌‌ গো‌ যাই।
তুই মরগে বেগার খেটে,
ছুটে ছুটে হেঁটে হেঁটে।
মোদের অত সময় নাই
গিলবো মোরা মন্ডা মিঠাই।
তুই খেগে যা পান্তা ভাত
জেগে জেগেই কাটাস রাত।
ছেলের আবার রকম দেকো
কোন কথাই শুনছে নে কো।
হাসছে ফাজিল মুচকি করে
আছে নিজের সত্য  ধরে।
সত্যে এমন কি যে আছে
ওই ছেলেটি তিড়িং নাচে।
যাবি যেখানে মর গে যা
যা খুশি তুই করগে যা।
আমাদের তো সময় নাই
ঘরে গিয়ে ঘুমিয়ে যাই।