নিভু নিভু জলের আঁচে হাত সিঁকে নেওয়া,
দুচোখে ফুটে উঠেছে দোয়েলের আবির
সোনা ঝরা পূর্ণিমাতে হাতে হাত ধরে যাওয়া
উজান স্রোতের ভাঁটায় খরস্রোতা আজ স্থবির।।
পাল ছেড়া নৌকা ভিড়ে রয়েছে ঘাটে
অম্লান মুখে কিসের খোঁজা সুখ?
নাম হারানো মুহূর্তটা কিসের ফন্দি আঁটে!
আরাম বিরাম ছেড়ে আজকে কিসের অসুখ?

অমাবশ্যার রশ্মি চিনিয়ে দিচ্ছে পথ
বুকের মাঝে ওঠে স্থবিরের দ্বৈরথ।
পথাবাহারের পাতায় পাতায় অবুঝ শব্দছক,
বিরহীর কবিতা বিতান, নির্বোধ বিবেচক।
তোমার আমার ঘরের কোণে লুকানো অভিমান
মিথ্যে করে সকাল সাঁঝে কুড়ানো সম্মান।।