কবিতা কোনো নেশা নয়
রচনা কোনো নেশা নয়।
লেখা আমার পেশা নয়
নেশা কখনো দিশা নয়।
আমি ভালোবেসে লিখি
আমি সদা সর্বদা শিখি।
আমার বৃথা শরম নাই।
আমি মানুষের গান গাই।
আমার অহংকার কিছু নাই
আমার সবাই বোন ভাই।
তোরা অতি জ্ঞানী
তাই গম্ভীর সাজিস।
গোমড়া মুখে তোরা
তত্ত্বতে মাতিস।
মানুষের সাথে মিশতে বারণ করিস!!
তোর লজ্জা শরম নাই?
টাকা কুমিরের পা চেটে মরিস,
মূখে বড় বড় তেতো বাণী ঝাড়িস!!
ছি: ছি:
সত্য সুন্দরের মর্মই বুঝিস নাই।
তোর ঘৃণার শেষ নাই।
নকল তুই, বিষদাঁত ধারী
আয় কাছে
ওঝা এসেছি!
তোর নাম বিষ ঝাড়ি।
ওরে আগে মিশতে শেখ!
পথে নেমে কাজ কর।
মানুষকে ভালোবাস।
তোর ভড়ং কবিত্ব না হলেও চলবে
আয়।
পা চাটা ছাড়, অহংকার ঘোচা।
আয় আমার সাথে।
আগে মানুষ হবি।