মন্ত্রী মশাই সন্ত্রী সেজে রাখছে নজর রাত্রি দিন
বলছে কারা শুনছে কারা কইছে কথা ভিত্তিহীন।
চক্ষু তাহার ঘুরছে সদায় খাচ্ছে কেমন চড়কিপাক
গণ্ডিকেটে ফন্দি আঁটেন শত্রুরা সব নিপাত যাক।
শত্রুরা সব বদের ধারি তাইতো মনে লাগছে ভয়
গদির আসন বাঁচবে কিসে খাটিয়ে মগজ ভাবতে হয়।
চশমা এঁটে নস্যি ঘেঁটে রাখেন নজর চারদিকে
বেফাঁস কথা বলছে কজন,ডানদিকে না বামদিকে।
কুঁচকে ভুরু তাকিয়ে দেখেন সবাই মিলে করছে কী!
লুকিয়ে লেখেন গোপন খাতায় সবাই হুকুম মানছে কি!
ত্রস্ত নয়ন উসকো বদন ভরসা করেন কাউকে নয়
জানেন তিনি দরকারেতে করতে হবে ভয় কে জয়।
টাক মাথাতে হাত বুলিয়ে হরেক রকম ধরেন বেশ
চুপটি করে কম্ম করেন রাখেন খবর দেশ বিদেশ।
কোনখানেতে ঘটছে কিতা খবর হাতে রাখতে হয়
কাঁচের ঘরে শীতল বায়ে বাস করা তো সহজ নয়।
কোন খানে কে ঢিল তুলেছে,আসছে কজন বাগিয়ে কিল
জানতে হবে বুঝতে হবে আগেই তাঁকে উড়িয়ে চিল।
যে যাই বলুক সব শুনে নেন ক্ষেপিয়ে প্রজা চলবেনা
সুযোগ বুঝে মারেন ভাতে তার আগেতে বলবেনা।
কঠোর মতি ধূর্ত অতি মন্ত্রী মোদের চালাক খুব
সবার গোপন খবর জানেন,হোক না পচি কিম্বা পূব।
একটুখানি খটকা শুধু তাঁর মনেতে সদাই রয়,
এত কিছুর পরেও কেন কিছু জনে পায়না ভয়!
চাবুক মরো চালাও ছুরি তবুও তারা থামছেনা
মিথ্যে কথা সত্যি বলে কোনমতেই মানছেনা।
বুক ফুলিয়ে আঙুল তোলে,সব বলে দেয় মুখ খুলে
এদের নিয়ে বিপদ ভারী,মন গুলো নয় তুলতুলে।
মরতে রাজি মারতে রাজি ভয়ডর নাই মনকোণে
মন্ত্রী ভাবেন চুপটি বসে,জন্ম এদের কোনখণে?
কে যে এদের জন্ম দিলে একবারটি জানতে পাই
টুট্টি টিপে মারব তাদের,এবার কোনো ছাড়ন নাই।।