কই কই ফল কোই
ফালি ফালি কাটা?
সকালের গুড় কোই
ঝোল ঝোল আঠা?
কলা দিয়ে মাখা কোই
থালা ভরা চিঁড়ে
বাটি ভরা দই কোই
তাকে ঘিরে ঘিরে?
নবান এলো তো গেলো
এই দিন দুই
আর কি গো মুখে রুচে
চচ্চড়ি পুঁই!
আনচান মন করে
বসিলেই আহারে,
রসে ডোবা কাঁচা গোলা
স্বাদ বলি কাহারে।
সকালের কালা জলে
চান করে সকালে,
পাত পেড়ে বসে পরা
রাগ ধরে বকালে।
আহা আহা কি যে সুখ
দুধ কলা চিঁড়ে দই,
এ স্বাদের বর্ণনা
বলো সখা কারে কই।
এইবারে চলে গেল
মনে তাতে খেদ নাই,
সামনের বারে যেন
সকলের আসা চাই।।