সুর্যের রং ছিল কালো।
দুফালি কয়েসের দাঁতে আটকে গেছে সভ্যতা,
আবাহনীর দূর্বিন চোখ।
হোচট খেতে খেতে রক্তাক্ত শব্দবন্ধ,
উদ্দাম স্রোত আজ শুষ্ক।।
প্রশ্বাসের আগুনে বরফ গলার হাতছানি
গড়িয়ে গড়িয়ে পথ মাপে আমিন।
তোমার রূপের ছাইচাপা উত্তাপে হাত সেঁকে ক্লান্ত
ক্ষমা নয়, মুক্তির দাবি।
বিণার রঙিন তার ঝঙ্কার ফেলে গভীর রাতে,
মীরার হতে বিষ।