কবিতার খাতা তোলা থাক না হয়।
না হয় ভাবনারা একটু বিরাম পাক,
এসো দুজনে একটু চোখে চোখ রেখে বলি কথা;
নির্জনতার ভীড়ে হাতে হাত রাখা থাক।
থাক না হয় অভিমানের হিসেব কিতেব,
কি পেলাম,কতটুকু পেলাম ভাববো না হয় পরে,
চলো ঘুরে আসি একটু ফাঁকা রাস্তায়
দুজন দুজনের খোলা হাত টি ধরে।।
যখন বুকের পাঁজর করে ওঠা নামা
যখন চোখ খুঁজে ফেরে তোমার চেনা মুখ,
যখন বাড়ির আরাম হয়ে ওঠে ক্লান্ত
তখন মন খুঁজে ফেরে দুখের রূপে সুখ।