পাতার লেখাগুলো বড্ড খুদে খুদে
অর্থ উদ্ধারের বৃথা চেষ্টায় দিশান্তরী,
ভাবনারা আবদ্ধ দুদিকের বাঁধানো কংক্রিটে;
নিভু নিভু আগুনকে গলা টিপে মেরে ফেলার চক্রান্ত চলে।
খুঁড়িয়ে খুঁড়িয়ে পথ চলে গন্তব্যের মরীচিকার মোহে;
সামনে রঙিন কাঁচের চাদর;
মাকড়সার জালে আটকে পরা সমাজ কবিতার ঘুগনি চিবোয় বিকেলবেলা-
রাত ফুরোলে সকালের স্বপ্ন,
এক দুই করতে করতে বাঁদরনাচের মাদারি,
পুঁথির লপর চপর গজ গজ করে মাথায়,
পেটের বাম কোণে দুগ্ধজীবী অম্বল
ডিগ্রির মাদুলি গলায় ঝুলিয়ে সে বলে ওঠে
"যে শিক্ষা ভাত দেইনা তার মুখে ছাই..."