মন্ত্রী মশাই আজ আসবেন
সাজছে শহর সাজছে তাই
রানী নিজেও বেজায় খুশি
মহল ছেড়ে আসছে তাই।
রাস্তা জুড়ে লোকের মেলা
যাচ্ছে দেখা অন্তহীন
পেয়াদারাও বাগিয়ে লাঠি
হাঁক ছাড়ছে রাত্রিদিন।
বলছে সবাই মন্ত্রিমশায়
বেজায় নাকি কাজের লোক
এক কথাতে আনতে পারেন
সাপের মণি,বাঘের চোখ।
বিরাট ছিল হাঁক ডাক তার
কাঁপত সবাই তার নামে
হঠাৎ করে লুকিয়ে তিনি
চুপটি ছিলেন গুমনামে।
এবার তিনি যেই আসবেন
কাড়বেন তার আসনটি
জমিয়ে বসে আয়েশ করে
চালিয়ে যাবেন শাসনটি।
ভাষণ দেবেন দিনরত্তির
নজর দেবেন চারদিকে
পালিয়ে কেহ পার পাবেনা
চর আছে তার চারদিকে।
মেজাজ টা তার সরেস ভারী
গলায় তাহার বেজায় জোর
তার ভয়েতে সবাই কাঁপে
হোক না সাধু,হোক না চোর।
তার যে রানী,তিনিও শুনি
মমতাময়ী।খুব যে জ্ঞানী!
তাইতো সবাই মান্নি করে
মুখিয়ে শোনে মুখের বাণী।
মনটি ওনার দরদ ভরা
পর কাওকে ভাবেননা
পায়ের ব্যথায় ভোগেন বলে
মহল থেকে নামেন না।
তাই বলে কি আজকে দিনে
না এসে গো থাকা যায়?
মন্ত্রী প্রাণের আসছে ফিরে
আদর করে গ্রহণ চাই।
রানী এলেন,মন্ত্রী এলেন
প্রদীপ জ্বালাও,ধরাও ধূপ
তোমার হাঁড়ি থাক না ফাঁকা
মুখে কুলুপ!থাকবে চুপ।