কোলা ব্যাঙ এ ডিম পেরেছে
কাকের তাতে কী,
শাক দিয়ে ওই মাছ ঢেকেছে
বাবুর বাড়ির ঝি।।
মস্ত নতুন গোঁফ পাকিয়ে
হাত জুড়েছে কই,
ডালিম গাছে নাচ জুড়েছে
খান্তামণির সই।।
উদোর পিন্ডি বুধোর ঘাড়ে
নিম গাছেতে সিম,
নকুলদানা খাচ্ছে বসে
পাশের বাড়ির ভিম।।
নাম না জানা পাখির সুরে
খুজছো বুঝি সুখ?
সব হারানো রাত্তির আজ
আগলে রাখে দুঃখ্।।