গলোক ধামে প্যাঁচ লেগেছে,নাইকো তো উপায়
বর্তমানে বাঁচলে পরে,শান্তি পাওয়া যায়।
বাঁচলি অনেক ভূতের ঘরে,ঘরে ফেরার পালা
জেনেও কিছু বুঝলিনা মন,বদ্ধ কানে কালা।
ঠান্ডা বরফ হিমের পরশ,নিজেই চিনতে পারিস,
আসল ছেড়ে মন কেনো তুই নকল জিনিস ধরিস?
ধরলে পরে নকল সোনা,রতন পাবি না,
নামের গোবর লাগলে পরে মুক্তি হবে না।
ভেবে বুঝে মন ক্ষেপা তুই রাস্তা চয়ন করিস
মাঝের ঘরে যেজন থাকে সুজন তাকেই করিস।
দুই নদী দেখ বইছে সদাই,তীরের পরে বস
বান ডাকিলে সেই নদীতে পড়বি চাপা ধ্বস।
তোর দরজা সদাই খোলা,তাই তো বয়ে যায়
মার ঠেলা তুই উপর বাগে,গুরু যে শেখায়।
রাধিকা তোর চপল কেনো?লাগাম লাগাও ভাই
মিললে পরে মুধর সত্য,শান্তি পাবে তাই।
নামের মজা ভীষণ মজার,ধর্ম সবাই খোঁজে
মানুষ ছেড়ে নিজের ভিতর আছে নিজেই মজে।
মূর্খ আমি অজ্ঞাণী এক বুদ্ধি কিছুই নাই।
মানুষ গুরুর কৃপা পেলে,মুক্তি যে মিলায়।