বার বার পড়ে যেতে যেতে ক্লান্ত পথিক
বার বার উঠে দাঁড়াতে দাঁড়াতে সে ক্লান্ত।
যুদ্ধের সিপাহী আজ অবিরাম যুদ্ধে শ্রান্ত।
নেই কোন অস্ত্র, কোন হাতিয়ার ও নেই
তবু যে বোঝা বইতে হবে আজও সেই।
সকলের চোখে অদৃশ্য সে খালি বোঝা।
এক একটা দিন যাচ্ছে, যুদ্ধ তেমনি থাকছে,
উপায় আছে ময়দান ছেড়ে চলে যাওয়ার;
কিন্তু যাওয়া অত সহজ ও কভু নয়।
তাই তো যুদ্ধ চালিয়ে যেতেই হবে,
ক্ষয় হতে হতেও করতে হবে সঞ্চয়।
তিল তিল করে শক্তি সঞ্চয় করতে হবে।
তিল তিল করে গড়ে তুলতে হবে।
কঠিন; খুব কঠিন, তবু লড়তে হবে।
এ যে নিজের সাথে নিজের যুদ্ধ।
ভেবোনা তুমি একা লড়ছো,
ভেবোনা তুমি একা পড়ছো।
তাকিয়ে দেখো, আজ সবাই লড়ছে।
উঠে দাঁড়াতে গিয়ে আবার পড়ছে।
তবু তারা সংগ্রাম চালিয়ে যাচ্ছে,
তবু তারা হেসে গান গাইছে।
তুমিও পারবে বন্ধু তুমিও পারবে
তুমি তো মানুষ, দেখো তুমিও হাসবে।
হাল ছেড়োনা বন্ধু অত সহজে,
দেখো একদিন মানুষ ঠিক বাঁচবে।