কবিতা লেখা খুবই সহজ।
সত্যি।
কবিতা লেখা খুব সহজ,
যদি তা আপন মনে আসে।
সে আপন মনে এলে নিজে থেকেই ধরা দেয়।
জোর করে লিখলে ঠিক ধরা যাবে।
জোর করে লিখলে তা নকল কবিতা।
মানুষ বোকা নয়।
ধরে নেবে।
ঠিক বুঝে নেবে,
বুঝে ফেলে দেবে।

নদীর বন্ধন হারা জলের মতন আসে কবিতা।
নিজের মনে বয়ে যায়।
কোন বন্ধন নাই মুক্তধারা।
আপন বেগে পাগল পারা।
ওকে বাঁধিস না রে ভাই
সাথে ভেসে যাওয়া চাই।

তার যখন ইচ্ছা সে আসে
এসে পরে বসে পাশে।
কখনো দুকূল ভাঙিয়া গান,
কখনো শান্ত প্রশান্ত প্রাণ।
ওকে থামাতে বন্ধু যেওনা
ওকে জোর করে কিছু পাবেনা।

ও নিজেই আসবে নিজেই যাবে
ওর যেমন মন তেমনি করবে।
কখনো আগুন ঝরানো ভাষা
কখনো শীতল হাতের পরশ।
ওর দুটোই আছে,
ওর সবই আছে।
সাধ্য নাই যে তুমি কিনবে
সত্যি হলে ঠিকই চিনবে।