আকাশ দেখছি,
আকাশকে আকাশ ই দেখেছি।
গাছের পাতা দেখেছি,
পাতার রং হলুদ সবুজ লাল দেখেছি।
গাছকে, পাতাকে গাছ আর পতাই দেখেছি।
বাতাসের উপস্থিতি অনুভব করেছি,
ঠাণ্ডা,শীতল যেমনি হোক.. তেমনই অনুভব করেছি।
তোমাকে দেখেছি,
বাড়ির ছাদে, রাস্তায়, ট্রেনে, বাসে
তোমার চোখ দেখেছি
ঠোঁট,নাক,মুখ দেখেছি।
তুমি যেমন তোমাকে ঠিক তেমনি দেখেছি।
মাদকতা নেই,কল্পনা নেই,
শ্যামলা রং শ্যামলা হয়েই চোখে পড়েছে।
ফুলের পাপড়িতে,প্রজাপতির ডানায় তোমাকে পাইনি।
চোখের দৃষ্টির বন্ধনেই তোমাকে পেয়েছি,
তুমি অতীতে নেই, ভবিষ্যৎ জানিনা
আমি প্রতি ক্ষণে ক্ষণে বেঁচেছি।।