ভস্ম লেপে তুই কপালে
ডুব দিয়েছিস গঙ্গা জলে।
ক্রোধের আগুন চোখে জ্বলে
ক্রোধ চন্ডালের বলি!
তুই কেমনে সাধু হলি?
দিবা রাত্রি ধোঁয়া তে টান,
মুখে নাইকো মানুষের গান
বিবেক বুদ্ধি সব হারালি
নকল ঝারিস বুলি!
তুই কেমনে সাধু হলি?
প্রাণের মাঝে শান্তি যে নাই,
সদা থাকিস নেশার নেশাই,
বৃথা রে তুই জ্ঞান বিলোলি
শূন্য প্রেমের ঝুলি!
তুই কেমনে সাধু হলি?
ওরে তুই শোন শোন শোন
লালন কবির বলছে কেমন,
মানুষ ছেড়ে ধরলি ফানুস,
তুই নেশাই ডুবে গেলি,
তুই কেমনে সাধু হলি?
ছেড়ে দিয়ে মানুষ গুরু,
তুই সেজেছিস ধর্মগুরু?!
সোনার মানুষ ছেড়ে রে তুই,
কোন পথেতে গেলি!!
তুই কেমনে সাধু হলি?