বেজায় আমি ব্যাস্ত মানুষ,ব্যাস্ত সদাই কাজ নিয়ে
নেইকো সময়,এট্টু জিরোই, কম্ম থেকে ফাঁক দিয়ে।
করছি এটা,করছি ওটা,পাচ্ছি যেটা করছি তাই
যখন তখন হাঁপিয়ে উঠে,খাচ্ছি খাবি যাচ্ছেতাই।

মুখ গোমড়া,লাল লাল চোখ,মেজাজ সদাই তিরীক্ষে
কেই বা কোথায় দিচ্ছে ফাঁকি,রাখছি দেখে নিরীক্ষে।

কইব কথা,নাই ফুরসৎ,অন্য দিকে নজর নাই
খট খটা খট যন্ত্রমানব,যার যা খুশি বলুক তাই।
সারছি খাতা,চলছে কলম,কাজেই সময় হচ্ছে পার
দিন দুনিয়ায় চলছে কী সব,জানার আমার কি দরকার!
রাশভারী মুই গম্ভীর খুব,দেখলে তোমার লাগবে ভয়
পার্সোনা এই টিকিয়ে রাখা,কাজটি মোটেই সহজ নয়।
বাকিরা তো অলস কুঁড়ে,কাজ দেখলেই পালায় দূর
আমি হলাম ব্যাস্ত মানুষ,কাজের নেশায় টই-টম্বুর।
নাক ডাকিয়ে ঘুমোয় যারা, পাল্লা এঁটে গুম ঘরে
পাল্লায় মোর পড়লে পরে,কাজ করাবো কান ধরে।