ও পড়ার জমিদার, পেলারাম কান্ত
সকাল বিকেল মাজে,মিসি দিয়ে দন্ত।
ডন টানে তিন বেলা,হাঁচি মেরে খাসি খায়
দুই ধামা লুচি নিয়ে,বসে যায় রাস্তায়।।
খুব ভোরে উঠে পরে,গলা খুলে ধরে গান
চার টিন তেল মেখে তারপরে করে চান।
বই পড়ে মোটা মোটা,লিখে যায় খস খস
রোজ বেলা দুপুরেতে,ঘুম দেয় ভঁস ভঁস।।
শিকারেতে যান তিনি,প্রতি মাসে বার তিন
বাঘ গুলো ভয়ে তার,করে দেখো মিন মিন।
দিন হোক,রাত হোক, ভয় তিনি পান না
গন্ডার ছানাগুলো, ভয়ে জোড়ে কান্না।।
ছোট খাটো নন তিনি,জমিদার মস্ত
সূর্য রাজ্যে তাঁর,যায় নাকো অস্ত।
প্রজারাও চূপটিতে,কেউ কিছু বলেনা
তেনার আদেশ ছাড়া,পথে ঘাটে চলেনা।
মহা সুখে জমিদার হাসি মুখে পান খান
হেথা যান,সেথা যান, পান কত সম্মান।
মন্ত্রী সন্ত্রি যত,পায়ে করে গড় তাঁর
তিনি যদি খুশি হন,সোনা হবে সংসার।।