যেদিন আমাদের হাতের মুঠো তোমার আভিজাত্যের আকাশ ভেদ করবে..
যেদিন বুকফাটা আর্তনাদ তোমার কানের পর্দা ছিঁড়বে,
যেদিন হাতের প্রত্যেকটা আঙুল তোমার দিকে তাক করে থাকবে,
যেদিন নিংড়ানো রক্তের গভীর উত্তাপ তোমাকে জ্বালিয়ে ছারখার করবে;
যেদিন আমাদের পেটের খিদে তোমার সাম্রাজ্য গ্রাস করবে,
যেদিন চোখের মনির তীব্র চাহনি তোমার অন্তরাত্মার বর্ম ছেদ করে হৃদপিন্ড খুবলে নেবে,
যেদিন হুংকার উঠবে দুর্ভিক্ষের ভিখারী আমাদের বোবা মুখ থেকে,
যেদিন...