জানতে পারার থেকে দুঃখ কিছু হয়?
না জানার থেকেও ভালো কিছু হয়?
তোমার আমার সবার হৃদয় কামরাঙা ফল,
গহীনে তার অবস্থান যন্ত্রণার,
অবস্থান একাকীত্বের,বেদনার।
আমি ভিখারী,তুমি মহারাজ,
দিনের শেষে দুজনেই মুক্তি খুঁজছি,
জানতে চাইছি কিসে শান্তি পাওয়া যায়!
যতদিন খুঁজছি ততদিন ঠিক আছে,
জানতে পারলেই তো শেষ......