যখন সারা রাতের গুমোট অন্ধকারকে কাটিয়ে আলো নেমে আসে,
যখন ভোরের শিশির ভিজিয়ে দেয় দূর্বা ঘাসের কচি মাথা;
চোখ না ফোটা পাখির বাচ্চারা যখন মায়ের বুকে মাথা লুকায়
যখন সময়ের ঘড়ি হয়ে পড়ে ক্লান্ত,
যখন আকাশে বাতাসে ভেসে ওঠে ভৈরবী রাগের আলাপন
পুরনো স্মৃতিরা তখন ভিড় করে আসে।
ভিড় করে আসে হাতে হাত রেখে কাটানো সেই যন্ত্রণা
ফিরে পেতে চাই তোমাকে
খুঁজে পেতে চাই নিজেকে।
প্রাণের মানে খুঁজে পেতে চায় তখন,
বেঁচে থাকাটা ভারাক্রান্ত যখন।।