আকর্ষ লতার মতন জড়িয়ে ধরছে
গ্রহণের রাতে নিঃশব্দ আকুতি,
ছেড়া পালের হাওয়া বড্ড শীতল।
ফানুসের ঘুড়িতে লাটাই বন্ধ জীবন।
এক পা এক পা করে এগিয়ে চলা
কূহকের ঘূর্ণি আবর্তন;
দগ্ধ সমাজের করুন আর্তনাদ
হিমশীতল আগুনের ছোঁয়া।
বিরহী আজ ইমন রাগের বিন্দু
তুমি পান করেছো জীবন
প্রতিটি রক্তবিন্দু তোমার বিদ্রোহের আগমনী
একাকীত্বের হুল ফোটাচ্ছে বারবার।