নামাও নামাও নামাও
আমায় মাটির পরে নামাও,
থামাও থামাও থামাও
আমার মনের ঝড় কে থামাও।
মেসাও মেশাও মেশাও
আমায় মানুষ সনে মেশাও,
মেটাও মেটাও মেটাও
আমার প্রেম পিপাসা মেটাও।
পারি যেনো হাসি মুখে মিশতে সবার সাথে
চলতে পারি সারাজীবন আসল মানুষ সাথে।
মনের ভিতর সত্য রেখে, ছুটি যেনো কর্ম দেখে
শেখাও শেখাও শেখাও আমায় সেই সাধনা শেখাও।
শক্ত করে হাতটি ধরে পথটি সমুখ দেখাও।
সবার কষ্ট আপন করে যেনো গো চলে শ্বাস,
চলে যেনো আজর অমর তোমার চরণ দাস।
নিজের কষ্ট হে প্রভু মোর সইতে যেনো পারি,
কষ্ট যত, উর্দ্ধে উঠে, প্রেম বিলোতে পারি।
দেখাও দেখাও দেখাও মোরে সেই ঠিকানা দেখাও।