উদোর পিন্ডি বুধোর ঘাড়ে,রান্নাঘরে সাপ
পেটের জ্বালা মিটছে না তাই পুকুর জলে ঝাঁপ।
সাদা সিধা মানুষ মোরা,নেইকো সাতে পাঁচে
খুশির পরব এলে পরেই আনন্দে মন নাচে।
ছোটো খাটো দোষ করিলেই সাত বছরের ফাঁসি
একদিন ঠিক আসবে সুদিন সেই আশাতেই বাঁচি।
কে মরিল কে বাঁচিল মোদের তাতে কী?
বেশ তো আছি কাঁচের ঘরে,আরাম চিনেছি।
Intellectual আঁতেলগিরি ভালো রকম জানি
নিজের ভালো সবার আগে,মনে মনে মানি।
আমরা হলাম খুব বিদ্বান, রোজ কাব্য লিখি
অন্যের দোষ ধরি এবং সেখান থেকেই শিখি।
অন্যেরা কী লিখল সেসব পড়ার সময় নাই
নিজের ঢাকটি কাঁধে তুলে নিজেই খুব পেটাই।