সকল ছেড়ে মন ভোলা তুই
মানুষ সাধন কর
মিটবে রে তোর বুকের জ্বালা,
মানুষ চরণ ধর।
মন ক্ষেপা তুই বুজবি কবে
মানুষ আসল ঠাঁই
মানুষ আশিস পেলে পরে
আর কি রে তোর চাই।
দিন দুদিনের এই দুনিয়ায়
খুঁজিস কি বা বল
এক মনেতে মানুষ সাধন
করবি রে মন চল।
আট কুঠুরির গোপন ঘরে
করেন সে জন বাস
তার পরশেই মিটবে মনা
সকল রে তোর আশ।
মানুষ ছাড়া হলে রে মন
হারাবি তুই পথ
মানবজীবন পার হবি আয়
চড়ে মনের রথ।
ভবনদীর তরঙ্গ দেখে
পাস যদি তুই ভয়
মানুষ সাধন করলে পরে
পাপ হবে সব ক্ষয়।
এক মনেতে মানুষ সাধন
করতে যদি পারিস
দিবা রাত্রি মাথার পরে
হবে আশিষ বারিস।
মানুষ গুরু আসল রতন
মানুষ সেবা কর
সোনার মানুষ আশে পাশে
হৃদ মাঝারে ঘর।