হট করে মাঝরাতে কুট করে কামড়ায়
জেগে উঠে ঘুম ভেঙে খুব করে থাবরাই।
দুই কানে গুণ গুণ! এ'তো ভারি জ্বালাতন!
মোজা চোখ খুলে দেখি খুদে খুদে রুপিতন।
পো পো,প্যি প্যি চারদিকে উড়ছে
এই টুকু ডানা মেলে খুব করে ঘুরছে।
কাকে ডাকি?
কী যে করি!
উপায় কি কিছু নাই?
মেনে নেব মুখ বুজে?এতটাই নিরুপায়?
ধুত্তেরি! দুচ্ছাই!কিছু ভালো লাগেনা;
চারদিকে জাল মেলা,তবু কেন থামেনা?
কোন পথে - কোন দিকে - টুক করে সিঁধিঁয়ে
চুপিসারে গেঁথে দেয় ছুঁচো শুল বিঁধিয়ে।
মনে ভাবা,আর নয়,সইবোনা অনাচার
মেরে দেব,কেটে দেব,করে দেব ছারখার।
খাতা খুলে আঁক কসি,কত বড় বংশ?
বেছে বেছে, বেঁধে ধরে, করে দেব ধ্বংস।।