মেঘ বনেতে ছায়ার খেলা
রং হারানো বিকেল বেলা।
দিনের শেষে দিনের স্বপন
মন ভুলানো স্বজন আপন।
হুলি খেলা সময় বিরাম
আদ্দি কালের হারানো আরাম।
তোমার আসা তোমার যাওয়া
জোরের জোরে চিহ্ন খাওয়া।
সুর মেলানো সুরের তানে
হৃদয় টানা শুকনো গানে।
সময় আসে সময় যায়
জীবন তোমার মুক্তি নাই।