দুঃখ গুলো বুকেই থাকুক
সুখের ডালা তোলাই থাক,
পাওনা গন্ডা হিসেব নিকেষ
পরেই হবে, এখন থাক।
ভোরের আবির,রবির পরশ
পলাশ রাঙা আগুন ফুল
মুক্ত বাতাস একটু থাকুক
জল হারানো নদীর কূল।
ভালো খারাপের ওজনদাঁড়ি সরিয়ে রাখায় থাকুক
নাই বা পেলাম যা চেয়েছি,
নাই বা ভরুক লাভের ঝুড়ি
মনের কোণে প্রেমের কাঁচা রংটাই আজ লাগুক।
শূন্য শেষে শূন্য হবে
তারে নিয়েই বাঁচতে হবে,
যা হবে তা হোক না রে ভাই
একটু না হয় আজকে হলেম ভাবুক।