তোমার নাম লেখা থাক আমার মনের গভীরে
                     চোখের জলের মৃদু উষ্ণতায় থাকো তুমি,
আমার প্রতিটি শ্বাসের শীতলতায় তোমার নাম থাক
                     তোমার প্রতিটি ঘৃণা ভরা চাহনিতে আছি আমি।


সেদিন রেখেছিলে তুমি হাত আমার এ হতে
                    কথা দিয়েছিলে সাথে পথ চলবার,
আজ শুধু তোমার স্মৃতির জালে জড়ানো
                    শক্তি নেই এখনও তোমাকে ভোলবার।

মনের মাঝে এখনও থাকে একরাশ ভালোবাসা
                   এখনও তোমার মুখটা ভেসে ওঠে অজান্তেই
দিনের শেষে এখনও তোমার সাথে কথা বলতে চাই
                   নিজেকে শান্ত রাখি তবু নিজের কথাতেই।

তবু থাক মনের ব্যাথা, দুখের কথা থাক
                   মুছে যাক কান্না যত,কষ্ট ঘুচে যাক।
আমি আছি মানুষ নিয়ে,মানুষ সাথেই থাকি
                   আছে যত কষ্ট তাদের কাব্য দিয়ে ঢাকি।