উৎস একই জানছি মোরা।
একই জল একই পানি
রাম রহিমের এক জীবনী।
কবির লালন এক কথা কয়
সবার মাঝেই সেই জনা রয়।
মানুষ সনে মিশলে পরে
প্রেম বারি ধারা ঝরে।
হিন্দু মুসলিম শিখ ক্রিস্টান
বিপাশানায় সবাই সমান।
সত্য প্রেমের সহজ বাণী
অন্তরে তো সবাই মানি।
কিসের এত দ্বন্দ্ব গো ভাই?
সবাই আপন পর কেহ নাই।
দেহের মাঝে দাগ পড়িলে
মা কি কভু যায় গো ছেড়ে?
প্রেমের কথায় মিথ্যা নাই
ভালোবাসায় মানুষ পাই।
সত্য মানুষ মানুষ সত্য
আসল কথা নয়কো তত্ত্ব।
তত্ব কথায় মত হলে
জীবন হবে ভার
সহজ সত্য কয়ে দেখো
আনন্দ অপার।
সব ভেদাভেদ দূরে গেল
অংশু মনের মানুষ পেল।
মূর্খ আমি জ্ঞান কিছু নাই
মানুষ গানে হৃদয় ভরাই।
মানুষ আমি মানুষ হবো
সদাই প্রেমের কথা কবো।
প্রেমিক আমি ভাবুক জনা
হিংসা দ্বন্দ মন মানে না।
এসো গো ভাই শপথ করি
সবাই সবার হাতটি ধরি।
হাতে ধরে করব যে পণ
এবার হব মানুষ এখন।