এবার মো’লে নেতা হবো
সদাই কর’জোড়ে রবো,
দেশের সেবা খুব করবো
এবার মো’লে নেতা হব।
হব আমি বড়ো নেতা
বলবো সদা সত্য কথা
দূর করিব সবার ব্যাথা
হব আমি বড়ো নেতা।
নেতা হব বিষম ভালো
ভিতর সাদা, নইকো কালো
সবার ঘরে জালবো আলো
নেতা হব বিষম ভালো।
নেতা হয় বুঝিয়ে দেবো
পাকা রাস্তা গড়িয়ে দেব,
অশান্তি সব ঘুচিয়ে দেবো
নেতা হয়ে বুঝিয়ে দেবো।
সবার কথা শুনবো আমি
চড়বো নাকো গাড়ি দামী
দুর্নীতি সব যাবে থামি
সবার কথা শুনব আমি।
আমায় নেতা বানিয়ে দিও
কথাগুলো বুঝে নিও
পাওনা পরে বুঝে পেও
আমায় নেতা বানিয়ে দিও।।