পরাজিত আজ হারার ভয়কে পিছনে ফেলেছে
কালবৈশাখীর ঝড়ের আগের প্রশান্তি,
বড়ো নিষ্ঠুর, বড়ো সুন্দর।
ফেনিল আকাশে নক্ষত্রের চন্দ্রবিন্দু;
এক্কা দোক্কার ছককাটা ঘরে দাবার আড়াই প্যাঁচ।
কাঁটা গোলাপের হোক বা ফণীমনসার
রক্তের রং সেই কালচেটে লাল;
বিশ্রামের একঘেয়ে রাজপ্রাসাদে তুমি আমি দ্বিতীয় বন্ধনী.....