দূরত্বটা বেড়ে গেছে
অনেকটা প্রজাপতির ডানার মত।
বা বলতে পারো নদীর দুই পাড় যেমন;
এদিকে ওদিক দেখা যায় কিন্তু মিলন হয় না।
শেষ পরিণতি কি মোহনাতে?
হাতে হাত আছে চোখে চোখ আছে
হৃদপিন্ডের ধুকপুকনীটা একতালে আসছে না।
দুজনেই দুজনের খামতি খুঁজছি,
কখনো বা একে অপরকে বোঝাচ্ছি।
কিন্তু দিনের শেষে দুজনেই একা!
বাঁশের বাঁশির ছিদ্র দেখেছো?
সুর তোলে,গান তোলে, মোহিত করে তোলে
কিন্তু একটার থেকে একটা দূরত্ব চিরকাল অবিনশ্বর।
এমন কথা কি ছিল?
এমনটাই কি হবার ছিল?
নাটকের চরিত্রের মতো অভিনয় করছি বেশ
দিন যাচ্ছে রাত যাচ্ছে
আকাশ আর মাটির দূরত্ব দিগন্তরেখায় মেশার মতো মোহ।
ভালো থাকার অভিনয় করতে করতে দুজনেই ক্লান্ত,
টিকিয়ে রাখার তীব্র বাসনা তিলে তিলে কুঁড়ে খাচ্ছে,
লোক দেখানোর রঙিন আলোয় তুমিও আছো আমিও আছি
শুধু আমরা নেই।।