দেখো মেঘ হারিয়ে গেছে।
আকাশ বাতাস হারিয়ে গেছে অবহেলায়।
শিশির জমেছে শিশির।
তাও হারিয়ে যাবে সূর্যকে ভালোবেসে।
তুমিও হারাবে,আমিও হারাবো।
এই হারানোর খেলায় সব এ আপেক্ষিক।
দুঃখ, সুখ, জীবন মরণ সব ই আপেক্ষিক।
চিন্তা নেই বন্ধু।
সব কিছু হারিয়ে যাবে যখন তখন কেনো ভয়?
হবে বন্ধু হবে
সব ঠিক হবে।
সেদিন যেদিন তুমি হাসবে,
যেদিন প্রদীপ জ্বলবে আবার।
সেদিন আবার হাসবে পৃথিবী,
বিশ্বাস আছে।
মানুষ বিশ্বাস এই তো বাঁচে।