চেনা মানুষের মুখে অচেনার ভিড়,
সব যেনো পাথর,নিশ্চল, গম্ভীর।
প্রাণহীন এই শবদেহে আজ জীবনের খোঁজ,
জীবন হারানো মনে তাই ফেরা রোজ রোজ।
সাথে আসা, সাথে থাকা, ভাবনার জাল ফেলা
ডুবে যাওয়া নৌকায় সাঁতরে যাবার খেলা।
সে বলেছে আসবে,সাথে থাকবে,সাথেই চলবে পথ,
সেই কান্ডারী, আজ দোলনায় দোলে রথ।
কথা পরিপাটি, লুকোনো কত দাবি
কথা অমলিন,মনের ভিতর চাবি।
শ্রান্ত পথিক একটু শান্তি চায়
ফিরে দেখা শুধু, ভালোবাসা পথ পায়।