লিখতে আমায় কেউ বোলোনা
লিখতে আমি পারবনা
এট্টুখানি লেখার পরেই
কলমখানা নড়বেনা।
কইলে কথা কামড়ে দেবে!
টানবে এসে ল্যাজ ধরে;
কান মলবে,চোখ রাঙ্গাবে
ধমক দেবে খুব করে।
সাত পাঁচ সব জানলে পরেও
চুপটি কথা কইব না,
বল্লি পরে বেফাঁস কতা
নেকনজরে রইব না।
দিন কাল নয় মোটেই ভালো
চোখটি মুজে চলতে হয়,
বুক ফাটলে যাক না ফেটে,
মুখটি বুজে রইতে হয়।
সত্যের জয় দিনের শেষে
বুদ্ধু লোকেই এসব কয়,
বুক বাজিয়ে সত্যি বলা!
বুদ্ধিমানের কম্ম নয়।
না কৈও না কইও কথা
যতই মনের ইচ্ছে হোক,
ভিজ্যে বেড়াল থাকবে সেজে
আমরা না সব ভদ্রলোক!
দুলকি চলে দিন কেটে যায়
কী লাভ মাথায় চাপ নিয়ে?
দুদিনের পরেই সেইতো সবাই
থাকব নিজের কাজ নিয়ে।
চোখ কান মুখ কুলুপ এঁটে
গড্ডালিকায় বইতে হয়,
জিভ দিয়ে ঠ্যাং কল্লে লেহন
উন্নতিটা তবেই হয়।