হেরে যাওয়া আজ সময়ের কাছে
আজ নিঃষ্ব হবার দিন।
আজ পথ হারিয়েছে রথ,
বেঁচে থাকবার ঋণ।
সোনা ধুলো মাখা মুখের আদুরী
চুপ থাকবার কথা,
বলতে চাওয়ার ব্যাথা।
সোজা শিরদাঁড়া,মাথানত মুখ
সব অবারিত, গরীবের দুঃখ।
দিন ফুরিয়েছে আজ
অকাজের মাঝে কাজ।
রাত চমকালো সাহিত্য ধরা
নিশি অবসান, একা একা ফেরা।
সূর্য উঠেছে দিগন্তে দেখো
আর তো চিন্তা নাই।
এগিয়ে চলো গো ভাই।