ছেলেটা দাঁড়িয়ে আছে -
সামনে বয়ে যাচ্ছে জনস্রোতের বহমান নদী।
তার চোখ রাস্তার ওপারে,
তিরপল টাঙানো চালের নিচে নিরামিষ তিরিশ টাকা;
ছেলেটা দাঁড়িয়ে আছে -
ভাবছে বিষ কিনবে না ভাত।।