তেপান্তরের মাঠের শেষে
মেঘের সাগর যেথায় মেশে
সেই সেখানে নদীর ধারে
পাকুড় গাছের ছায়ার পরে
রাজকন্যার বাস।

স্বপ্ন ভেলার খেয়ায় চড়ে
নদীর সাথে বন্ধু গড়ে
উজান স্রোতের সঙ্গী করে
পারের কড়ি বুকে ভরে
সেথায় যাবার আশ।।

পক্ষিরাজের ডানা মেলে
সাদা মেঘের পাহাড় ঠেলে,
রাজপ্রাসাদে পৌঁছে গেলে,
লুটিয়ে যখন পড়বো হেলে,
সোনার বিছানায়।

আসবে তখন ঘুমের ভেলা,
স্বপ্নেরা সব করবে খেলা,
হরেক রকম খাবার মেলা,
সোনার কড়ি হেলাফেলা
মনের আঙ্গিনায়।।

ঠিক ও বেঠিক নাই যেখানে
চাই যেতে মন সেই সেখানে,
প্রভাত আলো সূর্য পানে,
যাচ্ছে ছুটে কিসের টানে,
চোখের সীমানায়।