বুঝলে
আমি গোবেচারা মানুষ।
ডাল খাই ভাত খাই
মাঝে মাঝে মাংস,
ওই একটু চেষ্টা করে বাড়িয়েছি বংশ।
আমার ওতেই হবে
বেশি কিছু চায়না,
ধিকি ধিকি চললেই হলো
অতি হলে সয়না।
কি বললে?
প্রতিবাদ?
মানে ওই ভুলকে ভুল বলা?
আরে ছাড়ো দিকি;
হেঁ হেঁ
ওসব অন্যেরা করবে;
আমি বেশ সুখে আছি
কে বাবা মরবে।
ঝালে ঝোলে ঠেলে ঠুলে বেশতো ভাই চলছে
অত হ্যাপা কেবা নেবে,
লোকে বলুক যা বলছে।
তোমাকেও বলি শোনো
ওতে কিছু হয়না,
যেমন চলছে চলুক
ভেবে ভেবে মোরোনা।
প্রতিবাদ ফ্রতিবাদ বড়লোকি করবার
আমি বাপু ছা পোষা (ওতে) আমার কি দরকার!
খুব যদি মনে হয়
চায়ে ঝড় তুলবো!
আমি তো সামান্য লোক
বেশি কিবা করবো?
আচ্ছা
আসি তবে।
পরে দেখা হবে ভাই,
আর শোনো,
বেশি ভেবোনা,
আমরা সব ভুলে যাই।।