সময় বদলায়
বদলায় বিশ্বাস।
বদলায় জীবনের খেলা।
তবু বাঁচা থাকে বেঁচে।
বেঁচে থাকে বেঁচে থাকার সংগ্রাম।
সহজ কঠিন হয়ে যায়,
কঠিন সহজ হয়ে যায়।
সংগ্রাম নিজের মধ্যে,
নিজের সাথে নিজের।
কী চাও তুমি নিজে কী জানো?
যা বলো, যা করো তা নিজে কী মানো?
লুকিয়ে থাকা জীবন আলেখ্যে,
সময় হারানো ঘর।
মানুষ নির্ভর।