এক যে আছেন সিংহমশায়
রাগ হয়েছে তাঁর,
হরিণরা সব জোট বেঁধেছে
মুন্ডু খাবো কার?
কাটছিল তো দিনগুলো বেশ
দেখিয়ে তাদের ভয়।,
এখন তারাই চক্ষু রাঙায়
এমনি কেনো হয়?
হরিণ হবে গোবেচারা
চিবিয়ে খাবে ঘাস
ওরাই যদি ভয় না পেলো
কিসের তবে আশ!
এমন ধারা দেখতে হবে
পাইনি কো সে টের,
জানলে পরে অনেক আগেই
আঁটত বুদ্ধি ঢের।
চর পাঠাতো, লোভ দেখাতো
ভয় খাওয়াতো তাদের
যেমন তেমন যে ভাবে হোক
দল ভাঙত ওদের।
শিং বাগিয়ে এবার এখন
আসছে ওরা তেড়ে,
একরত্তি ডর লাগেনা
করলি এমন কে রে?
বিপদ গোনেন সিংহমশায়
বুক যে দুরুদুরু
এবার বুঝি সব হারালাম
পতন হলো শুরু?
মুখে তবুও হার না মেনে
সাহস দেখান চোখে,
বাক্কী ঝাড়েন ইয়া লম্বা
বুঝতে নারে লোকে।
তবুও কোথাও মনের কোণে
মেঘ জমেছে আজ
বুঝেই গেছেন হরিণ হাতেই
শেষ হবে তাঁর রাজ।।