রাজা মশাই করবে বিচার
চুপটি সবাই,স্পিকটি নট্!
বুক দূরদূর,হাত সুরসুর
হৃৎপিণ্ড দূড়ূম ফট্।

মুখ লুকিয়ে বসছে সবাই
দম বন্ধ!চুপ করে;
ভাবছে সবাই,এই বুঝি কার
গর্দান যায় ঝুপ করে।

মন্ত্রী মশায় চশমা এঁটে
শাস্ত্র ঘাটেন ত্রস্ত হাত,
সবাই দেখে চোখ পাকিয়ে
বন্ধ সবার মুখের বাত।

দম বন্ধ,মুখ বন্ধ
ভীষণ ভয়ে কাঁপছে সব
কৃষ্ণ কালী,রাম কি রহিম
ভিতর ভিতর করছে জপ।

রাজা নাকি রাগলে পরে
ধমক লাগান খুব করে
তারপরে না শুনলে কথা
প্রাণ কেড়ে নেন টুক করে।

এমনধারা রাজামশাই
আজকে বিচার করবে কার?
ডাঙ্গস পেটা করবে কাকে?
করবে কাকে পগাড় পার?

ঘাম ঝরিয়ে,খাটিয়ে মগজ
সকলজনায় ভাবছে তাই,
কার যে বিচার করবে রাজা
কেমন করে জানতে পাই?

পেয়াদা ভাবে আমরা দোষি
মন্ত্রী ভাবেন আমার দোষ।
প্রজা ভাবে হচ্ছেটা কী??
জাগছে কেন রাজার রোষ?

এমন সময় রাজা এলেন
আসন নিলেন চুপ করে!
এদিক ওদিক এধার ওধার
চোখ বোলালেন ঠিক করে।

মটকে আঙুল,তা দিয়ে গোঁফ
বলেন তিনি হাঁই তুলে,
"মন্ত্রী বলো,এই যে এরা
এসছে কি সব পথ ভুলে?"

মন্ত্রী বলেন হাত টি জুড়ে
"এদের খবর এরাই জানে।
বলছে কিসব ফালতু কথা
মুন্ডু মাথা নাইকো মানে।

বলছে এরা তালমিলিয়ে
হচ্ছে জড়ো কিলবিলিয়ে
খুব বোঝালেও বুঝছে নাতো
দাঁত দেখাছে খিলখিলিয়ে।

বলছে এরা বলছে সবে
রাজার বিচার কখন হবে?
মুখিয়ে আছে,দেখবে এরা
মুন্ডুটা বাদ, কার বা যাবে।"


এই না শুনে রাজামশাই
বিষম খেলেন বার দু তিন,
সামলে উঠে; সমন করেন
বিচার হবে অন্যদিন!!