হুঁকোখানা মুখে ধরে
ওপাড়ার রমা রায়
কত কিছু ভাবছিল
বসে শোনো বলি তাই।
চাঁদখানা গোল কেন?
সূর্যটা কেন লাল?
কাগজেতে কে বা লেখে
বিদেশের হালচাল!
দুই পায়ে হাঁটি কেন?
চুল কেন মাথাতে?
শাস্ত্রে কী লেখা আছে
রং কেন পাতাতে?
পানে কেন কষ থাকে?
ফুলে থাকে গন্ধ!
মিষ্টিতে ঝাল দিলে
খেতে হবে মন্দ?
হাতি কেন শুঁড় দিয়ে
গাছপালা ভেঙে খায়?
আম কেন ভালো খেতে?
পাখিরা কী গান গায়?
মাথা যদি ঘোরে তবে
লাগে কেন ভয় ভয়?
সাপ কেন ব্যাঙ খায়?
দাঁত কেন ক্ষয় হয়??
লেবু কেন টক টক,
মঙ্গলে কারা রয়?
সাত দিনে মিলে পরে
সপ্তাহ কেন হয়?
দিন কেন রাত হয়?
নদী কেন বয়ে যায়?
সোনা কেন এত দামী?
কবে পাব সস্তায়!
ভেবে ভেবে রমা রায়
হরদম ক্লান্ত,
শেষে রেগে,রাত জেগে-
মশা ধরে জ্যান্ত।
তারপরে হুঁকো রেখে
তানপুরা হাতে নেয়,
ভালো করে গলা সেধে
নাক ডেকে ঘুম দেয়।