বটগাছে হেঁট হয়ে বসেছিল রমা রায়
মন দিয়ে ভাবছিল আরশোলা কী কী খায়।
সাপে শুনি ব্যাঙ ধরে,মাথা তবে ধরে কে?
পেট হলে ভুটভাট গোলমাল করে কে?
গরু কেন ল্যাজ তুলে শিং নেড়ে তাড়া দেয়?
রাতে ফোটা তারাগুলো কারা দিনে খুলে নেয়?
মুখে মুখে কথা ক'লে বৌ কেন রেগে যায়?
চিনচিনে ব্যথা বুঝি চীনদেশে পাওয়া যায়?
রাগ গলে জল হলে পান করা যাবে কী?
আবেগেতে দুলে দুলে নৌকারা ভাসে কী?
মন যদি যায় ভেঙে,প্লাস্টার করা যায়?
দিনে রাতে ভয় খেলে খালিপেট ভরা যায়?


"উঁহু উঁহু এতো দেখি কাণ্ডটা ভালো নয়"
মুখে ভাঙ্গা শিশি পুরে রমা রায় মনে কয়।
এটা ভাবে সেটা ভাবে কতকিছু ভাবে সে
মাঝে মাঝে মন হলে গাছ থেকে নাবে সে।
ইতি চায় উতি চায় দেখে নেয় চারদিক
গ্রামে তবু যায়নাকো যত তারে ডাক দিক।
প্রশ্ন করিলে বলে "দিনকাল ভালো নয়!
শাক দিয়ে মাছ ঢেকে চুপিচুপি খেতে হয়।"