ধারণ করতে গিয়ে যদি বিভেদ করে,
রক্ষার নামে যদি করে ধ্বংস।
যদি শান্তির ছলনায় ভুলিয়ে অশান্তির বীজ করে বপন
অমৃতের নামে বিলায় হলাহল।
যদি আলোর প্রতিশ্রুতি দিয়ে অনে অন্ধকার
মুক্তির নামে বাঁধে শৃঙ্খল।
যদি হোয়ে পড়ে দমনের সস্ত্র
হয় মৃত্যুর হানাদার,
যদি এগিয়ে যাবার নামে টানে পিছনে
তাহলেও কি মেনে চলা দরকার?
যদি এক কে ভেঙে করে শতধা বিঘ্ন
যদি ডেকে আনে দাম্ভিকের হুঙ্কার,
যদি সৃষ্টি কে গলা টিপে ধরে
তবু কি ভালো বলা দরকার?
মানুষ বানালো যাকে তা মানুষের বড়ো হলো!
মানুষের থেকেও ভালো কিছু আছে আর?!!
আছে  হয়ত, নিমপাতার থেকে পচা শামুকের স্বাদ বেশী হে....