বাঁকা কথা বাঁকা চোখ বাঁকা কাজ করবার
মাঝে মাঝে জেনেশুনে বাঁকা হওয়া দরকার।
খোলা মনে নত মাথা, প্রাণ হলে জেরবার
জোর করে হবে বাঁকা,সাতদিনে চারবার।
সহজ সরল তুমি,ক্ষতি তাতে কিছু নাই
তাই বলে তোমা নিয়ে যা খুশি তি করা যায়?
কথা বলো কম তুমি,যত পারো সয়ে যাও
তাই বলে সীমা নেই?কাড়বে কি প্রানটাও?
ভালো হওয়া খুবই ভালো,দ্বিমত করি না
তাই বলে কানা সেজে অনাচার মেন না।
সোজা পথে কাজ যদি কোনমতে নাই হয়
দরকারে যেন বাপু বাঁকা পথ নিতে হয়।
বাঁকা পথে হেঁটে যদি শেষ ফল ভালো হয়,
বুঝে শুনে হাঁটলেই থাকেনাকো কোনো ভয়।
সোজা পথ বাঁকা পথ মিলেমিশে একাকার
দিনশেষে যেন হয় অনাচার ছারখার।