নৌকাটা শক্ত করে বাঁধা পাড়ে।
দড়িটা বড় নমনীয়,
ঢেউ আসে,ঢেউ যায়
স্থান হারানো নৌকা নাড়ির টানে আবার ফিরে আসে।
বাঁধনেই তার মুক্তি?
শুধু মাঝে মাঝে বড় উজানের ঢেউ ভিত নাড়িয়ে দেয়।
শক্ত বাঁধনেও আর কাজ হয়না,
নৌকা তার অস্তিত্ব হারিয়ে ভাঙ্গা পাটাতন;
খুঁটি বাঁধা দড়িটা পড়ে আছে পচনের সাক্ষী হিসেবে।।