দিন পার করেছি।
দিনের পার দিন পর করেছি,
বাগানে বসেছি
নদীর ধারে ঘুরে বেড়িয়েছি।
বাগানের ফুল দেখেছি
ফুলের রং লক্ষ্য করিনি
লক্ষ্য করিনি পাপড়িগুলো কেমন করে মেলে আছে
গন্ধটা নাকের ছিদ্রে প্রবেশ করেছে ঠিকই
ক্ষণিকের জন্য হয়ত ভালো লেগেছিল
বা খারাপ।
শুধু তাকে পুরোটা গ্রহণ করিনি।
একবার তো ছুঁয়ে দেখতে পারতাম।
কিন্তু না!
তখন আমি একা হয়েও চিন্তার কোলাহলে অন্ধ।
আমি ছিলাম আবার আমি ছিলামনা।
নিদের জলে ডুব দেবার সময় ভেবেছি কত তাড়াতাড়ি গা মুছব।
পেটে তখন খিদে।
জলটা পুব থেকে পশ্চিমে যাচ্ছে না তার উল্টো
সেটাও বলতে গেলেও এক লহমা ভাবতে হবে।
কাশফুল ছিল কী?
পায়ের তলায় বলি ছিল?!
স্পর্শ করেছি,অনুভব করিনি।
দিন পার করেছি শুধু
বাঁচতে শিখিনি।