চোরাবালির ওপর সোনার রাজপ্রাসাদ
অজন্তা ইলোরা রাসায়নিক সাইকোসিস,
তুমি আছো, আমি আছি।
ছককাটা মেঝে, ঝুলবারান্দা..
উড়ো চিঠি সুখ দুখ।
পিপড়ের ডানায় ভর করে নরকের পাতালে উড়ে যাওয়া
ভেসে যাওয়া বালিয়াড়ির সমুদ্রে।
চোখের চাহনিতে নিশ্বাসের আকুলি
আকুলি কান পেতে শোনার,
সমুদ্রের গভীরে পেলে হিমালয়ের সন্ধান
গ্লেসিয়ার আজ শুকনো ক্যানভাস।
হাতির দাঁত দেখার থেকে খাবার কাজে লাগছে বেশি
অ্যাথেইস্ট থেইস্ট মিলেমিশে বুমেরাং,
তুমিও মানবতাবাদী, বাকিরা ডেমাগোগ।
উদভ্রান্ত ঢেঁকিছাটা চালের স্বাদে মরুতে বরফপাত।।